Monday, June 14, 2010

অদক্ষতা ও অযোগ্যতা

Saturday, March 14, 2009 at 8:28pm, Facebook
বাংলাদেশ অঞ্চলের অধিবাসীরা নাকি ১৯৭১ সালের আগে ইতিহাসে একবারও নিজেদের শাসন করার সুযোগ পায় নাই। বাইরে থেকে আইসা লোকেরা শাসন এনাদের কইরা দিয়া গেছে। এনারা খালি একের পর এক শাসক বদলাইছে। এই বিষয়ে অবশ্য সক্রিয় ভূমিকা নিছেন বইলা ইতিহাসে দেখা গেছে। বিধাতা কী কারণে এনাদের আত্মশাসনের তৌফিক দেন নাই তিনিই জানেন। জ্ঞানীরা বইলা থাকেন, ভারতীয় উপমহাদেশে বাংলাদেশই নাকি প্রথম জাতিরাষ্ট্র। আরও বিস্ময়কর ঘটনা হইলো এই দেশের অধিকাংশ মানুষ ধর্মে মুসলমান ভাষায় বাঙালি।

বাংলাদেশ বর্তমানে এই সংখ্যাগরিষ্ট বাঙালি আর মুসলমান মিলে শাসন করতেছেন। এনাদের নিয়া বিস্তর গবেষণা হইছে। বাঙালি ও মুসলমান শাসকশ্রেণীর ব্যবসা, শাসন, জনপ্রশাসন, বিদ্যাশিক্ষা, প্রতিষ্ঠান গঠন, রাষ্ট্রপরিচালনা, দেশরক্ষার কোনো ইতিহাস আছে কি না জানা যায় নাই। থাকলে ভাল। জানতে চাই।

সম্প্রতি আমার মনে হইতেছে বিগত ৩৮ বছরের স্বাধীনতায় এনারা এইসব বিষয়ে অদক্ষতা ছাড়া আর কিছুই তৈয়ার করতে পারেন নাই। বাঙালি ও মুসলমান শাসকশ্রেণী একাদিক্রমে সবক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়া বর্তমানে ধরা খাওয়ার পর্যায়ে চইলা যাইতে নিছে।

কিছু দিন ধইরা দেখতেছি।
১. সিভিল সমাজ আর মিলিটারি সমাজ মিলে সহমতের রেজিমে দেশ শাসন কইরাও দেশটার কোনো উন্নতি করতে পারলো না। দেশ পিছাইলো। গণতন্ত্র দূরের কথা, এত সহমতের মধ্যে এনারা স্টেট অফ এমারর্জেন্সি দিয়া শেষ দিন পর্যন্ত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করলেন।
২. দাম বাড়লো, বাজারে আগুন লাগলো হেনা তেনা নানা কিছু প্যাঁচানো হইলো কিছুতেই কিছু করা গেল না।
৩. সিডর হইলো দেখা গেল এইসব মোকাবিলায় আমাদের অদক্ষতা প্রচণ্ড। অথচ মাইনষে কয় ঘূর্ণিঝড় বন্যা জ্বলোচ্ছাস এইখানে ধর্মপালের আমল থিকা চলতেছে। কিন্তু কোনো প্রস্তুতি এই দেশে রেওয়াজ হিসাবে দাঁড়ায় নাই।
৪. এনটিভি পুড়লো, বসুন্ধরা পুড়লো লোকে দাঁড়ায়া বইসা আগুন দেখলো। আমি দেখলাম অদক্ষতা আর অযোগ্যতা।
৫. বিডিআর-এ হত্যাকাণ্ড হইলো সবাই দেখলো ষড়যন্ত্র আমি দেখলাম অদক্ষতা আর অযোগ্যতা।
৬. দেশের বাইরে শ্রমিকরা বিপদে আছে। এইখানেও অদক্ষতা আর অযোগ্যতা।
লিস্ট বড়বে ছাড়া কমবে না।

ইনডিয়া করছে, পাকিস্তান করছে, আম্রিকা করছে, ব্রিটেন করছে বইলা আমরা উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাইতে পারবো তাতে সন্দেহ নাই। কিন্তু করছে যে আমাদের অদক্ষতা আর অযোগ্যতার কারণে এইটা কবে আলোচনার মধ্যে আসবে?

Omar Sharif Pallab
Birmingham City University

Rifat Hasan

Nurunnaby Hasive
BdOSN

Labanya Prava

A.N.M. Mominul Islam Mukut

Niaz Morshed Chowdhury
TCD

Mohammad Arju
University of Dhaka

Puspo Kona

liked this.

3 comments:

Mahbub Morshed said...

Mohammad Arju
''বাঙালি ও মুসলমান শাসকশ্রেণীর'' ইতিহাস কয় বছরের মাহবুব ভাই?
হাজার বছরের বাঙালীর কষ্টকল্পনায় আপনের বিশ্বাস-অবিশ্বাসের বিষয়াশয় যাই থাকুক, আপনে ঠিক কবে থেইকা এই শাসকশ্রেনীরে এই অঞ্চলে দেখতাছেন?
March 14, 2009 at 8:34pm ·
Mahbub Morshed
Mahbub Morshed
aami to chokhe valo dekhi na.
tobe 71 saler aage to dekhte paitechi na spostovabe.
March 14, 2009 at 8:39pm ·
Mohammad Arju
Mohammad Arju
চোখে দেখেন না ? মজা করলেন!

''জ্ঞানীরা বইলা থাকেন, ভারতীয় উপমহাদেশে বাংলাদেশই নাকি প্রথম জাতিরাষ্ট্র। আরও বিস্ময়কর ঘটনা হইলো এই দেশের অধিকাংশ মানুষ ধর্মে মুসলমান ভাষায় বাঙালি।'' ধর্মে মুসলমান, ভাষায় বাঙালী। কিন্তু যে কারনে জ্ঞানীদের কথানুযায়ি এইটা জাতিরাষ্ট্র, সেই জাতি'তে এদেশের মানুষ কি? যা-ই হউক, স্বাধীনতা প্রাপ্তির পর থেইকা গত ৩৮ বছরে এই দেশের শাসক গোষ্ঠি, জাতিরাষ্ট্র বাংলাদেশের শাসকগোষ্ঠি যে কেবলি অযোগ্যতা এবং অদক্ষতা দেখাইছে সেইটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়।
March 14, 2009 at 8:46pm ·
Niaz Morshed Chowdhury
Niaz Morshed Chowdhury
"ইনডিয়া করছে, পাকিস্তান করছে, আম্রিকা করছে, ব্রিটেন করছে বইলা আমরা উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাইতে পারবো তাতে সন্দেহ নাই। কিন্তু করছে যে আমাদের অদক্ষতা আর অযোগ্যতার কারণে এইটা কবে আলোচনার মধ্যে আসবে?" --- যথার্থ বলেছেন। আসলে আমাদের ধারনাগত পরিবর্তন করতে হবে। আত্মসমালোচনা এব আত্মসংশোধন যতদিন আমরা করতে পারবো না, তত দিন এই অদক্ষতাগুলো অযোগ্যতা হয়েই থাকবে।

চমৎকার লেখা।
March 14, 2009 at 8:59pm ·
Afsana Kishwar Lochan
Afsana Kishwar Lochan
dukkho koiro na vatija, islami sason kayem hoile aisob adokkhotar katha ar tomare kasto koira kaun lagbo na, khik khik..........
March 14, 2009 at 9:03pm ·
Shawkat Hossain Masum
Shawkat Hossain Masum
choto vai............achen kemun?
March 14, 2009 at 9:18pm ·

Mahbub Morshed said...

Afsana Kishwar Lochan
dukkho koiro na vatija, islami sason kayem hoile aisob adokkhotar katha ar tomare kasto koira kaun lagbo na, khik khik..........
March 14, 2009 at 9:03pm ·
Shawkat Hossain Masum
Shawkat Hossain Masum
choto vai............achen kemun?
March 14, 2009 at 9:18pm ·
Bratya Raisu
Bratya Raisu
মাহবুব, edit note-e গিয়া লেখার আগে পরে দিয়া দিয়েন। তাইলে কিছুটা বড় দেখাবে লেখা। আর প্যারার পরে স্পেস দিলেও আমরা কিছুটা শান্তি পাব।
March 14, 2009 at 9:41pm ·
Mahbub Morshed
Mahbub Morshed
আরজু,
ঠিক বলছেন।
নিয়াজ ভাই,
কেমনে কী?
লোচন,... See More
ইসলামী শাসনের স্বপ্ন দেখলা কেমনে?
মাসুম ভাই,
বড় ভাই, আছি ভাল।
রাইসু ভাই,
পরামর্শ কাজে লাগাইলাম। নোট বিষয়টা খারাপ না দেখতেছি।

যারা পছন্দ করছেন তাদেরকেও শুকরিয়া।
March 15, 2009 at 11:44am ·

Mahbub Morshed said...

Anisul Hoque
akkhor baro korte partesi na...chokhe dekhi na...mahbub amar computer-e eshe thik kore dan...
March 15, 2009 at 12:52pm ·
Mahbub Morshed
Mahbub Morshed
astechi anis vai.
March 15, 2009 at 12:58pm ·
Niaz Morshed Chowdhury
Niaz Morshed Chowdhury
মাহবুব ভাই, আছি অল্লাহর রহমতে ভালোই। স্ট্যাডি নিয়ে কিছুটা দৌড়ের উপর আছি, তার উপর রাগবী নিয়েও লাফালাফি চলছে! সব মিলিয়ে মন্দ কাটছে না জীবন।

নোটটা বেশ কাজের জিনিস, অন্তত কাছের মানুষদের সাথে মতামত শেয়ার করার ক্ষেত্রে। আশা করি নিয়মিত লিখবেন। আরো নোট পড়ার অপেক্ষায় রইলাম।
March 15, 2009 at 3:28pm ·
Mahbub Morshed
Mahbub Morshed
রাইসু ভাইয়ের দেখাদেখি নোট লেখা চালু করলাম। নোট জিনিশটা ভাল। নোটন নোটন পায়রা। লিখবো আরো। আপনাকে ধন্যবাদ।
March 15, 2009 at 3:36pm ·
Trivuz ত্রিভুজ
Trivuz ত্রিভুজ
আমাদের অদক্ষতা আর অযোগ্যতার কারণে এইটা কবে আলোচনার মধ্যে আসবে?

same question here...
March 15, 2009 at 11:27pm ·
Mitul Dutta
Mitul Dutta
নিজের দোষ কি আর কেউ দ্যাখে? দোষ তো সবসময় অন্য লোকে করে।
আমার দেশের অবস্থা আরও খারাপ। যত দল তত গণ্ডগোল।
March 20, 2009 at 11:37pm