Tuesday, June 15, 2010

খালেদা জিয়ার বাড়ি

Wednesday, April 15, 2009 at 3:05pm on facebook

মন্ত্রিসভা খালেদা জিয়ার মইনুল রোডের বাড়ির বরাদ্দ বাতিল করার সংবাদ গুরুত্ব সহকারে মিডিয়াগুলা প্রচার করলো, দেখলাম। তবে এই সংবাদ প্রচারে তারা বহুবার জেনারেল জিয়ার বিধবা স্ত্রী, তারেক-কোকোর দুর্নীতি এইসব বিষয় গুরুত্ব দিয়া উল্লেখ করছে। হরে দরে মিডিয়াগুলা খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থিকা তাড়ানোর ব্যাপারে একমত হইছে এইটা বুঝা যায়। ভাল কথা। মিডিয়ার লোকেরা, বুদ্ধিজীবীরা কী কী যুক্তি দিতেছেন সেইটাও খিয়াল করলাম।
বাড়ির বরাদ্দ বাতিলের বিষয়টা জাতীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত হইছে। হ্ওয়ারই কথা। কারণ এই বাড়ি শুধু বাড়ি না, বরাদ্দ বাতিলও শুধু বরাদ্দ বাতিল না। খালেদা জিয়ার ব্যক্তিগত সম্পত্তি বাতিলের বিষয় এইটা আসলে না। এইটা আসলে কী?
সেনাবাহিনীর সাথে বাংলাদেশের অসামরিক রাজনীতির বুঝাপড়ার নতুন মাত্রা এই বাড়ি দিয়া নির্ধারিত হইতে যাইতেছে বইলা ধারণা করা যায়। জেনারেল জিয়ার মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে দুইটি বাড়ি দিছিলেন জেনারেল এরশাদ। দুইটা বাড়ির একটা ক্যান্টনমেন্টে অবস্থিত। এরশাদ কইছেন, উনি জানতেন না যে খালেদা জিয়া রাজনীতি করবেন। এরশাদের জানার কথা না। কারণ এরশাদ নিশ্চিত আছিলেন যে, বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতি জাতীয় পার্টি গঠনের মাধ্যমে বিএনপির হাত থিকা তার পকেটে গিয়া ঢুকবে। খালেদা জিয়া পলিটিক্যালি নিঃস্ব হয়া পড়বেন। তাই তিনি তৎকালে সেনাবাহিনী, দলত্যাগী বাংলাদেশী ন্যাশনালিস্ট ও ওই রাজনীতির লোকদের সহানুভূতি আকর্ষণের জন্য খালেদা জিয়াকে দুইটা বাড়ি দিছিলেন। বলা যায়, ক্যান্টনমেন্টের বাড়িতে খালেদা জিয়া সুখে আছিলেন। ওই বাড়িতেই তার রাজনৈতিক অভীপ্সার বিকাশ ঘটছিল। উনি এরশাদের দুর্বলতার সুযোগে আবারও বাংলাদেশের সামরিক বাহিনী সমর্থিত ব্রিফকেস অভ্যস্ত স্যুট-টাই পরিহিত ভদ্রলোকদের জাতীয়তাবাদী ক্লাবটিকে মজবুত করেছিলেন। বাংলাদেশী জাতীয়তাবাদরে ব্রান্ডিং এরশাদের পকেট থেকে বের করে নিজের কবলে নিয়েছিলেন। সব মিলায়ে ৯০এর অভ্যুত্থানের পর ক্ষমতায় আসছিলেন।
তখন ও পরে যে কোনো সময় বাংলাদেশের অপরাপর অসামরিক রাজনৈতিক শক্তিগুলা বিশ্বাস কইরা আসছে যে, মইনুল রোডের বাড়িটা খালেদা জিয়ার শক্তির অন্যতম খুঁটি। কিন্তু ওই বাড়ি থিকা তাকে বাইর কইরা দেওয়ার সাধ্য ও সাধ কারো হয় নাই। কথিত আছে, মহাপরাক্রমশালী তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকে গ্রেফতার করার আগে দশবার ভাবছিল শুধু ওই বাড়ির কারণে।
খালেদা জিয়া ওইখানে নিরাপদে থাকেন। সেনাবাহিনীর মনোভাব বুঝতে পারেন। রাস্তায় চলতে গিয়া অনেকের সাথে দেখাসাক্ষাৎ হয় এইটা অন্য রাজনৈতিক শক্তিগুলার চক্ষুশূল হয়া থাকতে পারে। সেনাবাহিনীর সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এইটারে তারা বাধা হিসাবেও দেখতে পারে। ফলে, সুযোগ পাইলে খালেদাকে সেনানিবাস ছাড়া করার সুযোগ তারা ছাড়বে না এইটা সহজবোধ্য। শেখ হাসিনাকে অভিনন্দন জানাইতে হয় যে, তিনি সঠিক সময়ে সঠিকভাবে খালেদা জিয়ার নিবাস কাইড়া নেওয়ার সিদ্ধান্ত নিতে পারছেন। পিলখানায় শহীদ সেনাকর্মকর্তাদের পরিবারের বাসস্থানের জন্য শহীদ জিয়ার পরিবারের বাসভবন ছাড়তে হবে খালেদা জিয়াকে।
এর মধ্য দিয়া।
১. সেনাবাহিনীর দরদ কোন শহীদ/শহীদদের প্রতি বেশি সেটা পরীক্ষা হয়া যাবে।
২. পিলখানা শহীদদের ব্যাপারে খালেদা জিয়া কতটা স্যাক্রিফাইস করতে পারেন সেইটা বুঝা যাবে।
৩. এই বাড়ির আইনগত ভিত্তি কেমন মজবুত তা পরীক্ষা হয়ে যাবে।
৪. খালেদা জিয়াকে শেষ পর্যন্ত তাড়াতে না পারলেও আওয়ামী লীগ যে মরণ কামড় দিতে পারছিল সেইটার শক্তি পরীক্ষা হবে।
এখন প্রশ্ন, আওয়ামী লীগ তথাকথিত প্রগতিশীল রাজনীতির জিম্মাদার হিসাবে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অধিকতর সমর্থন পাইতেছে সন্ত্রাসবিরোধী রাজনীতির নায়কদের কাছ থেকে। যে কালে যে আচার, বাংলাদেশ পাকিস্তানের মতো দেশে এই আচারে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রগতিশীল আচরণ করতে হইতেছে। স্বাভাবিকভাবে বিএনপির সাথে তাদের মারিফতি ঐক্যের বদলে এখন আওয়ামী লীগের সাথে প্রাকৃতিক মৈত্রী তৈয়ার হইছে। কিছু ঝামেলাজনক এলিমেন্ট নাই তা না। কিন্তু সেনাবাহিনীকে মোটাদাগে প্রগতিশীল ভূমিকা এখন নিতেই হবে।
এই প্রাকৃতির মৈত্রীর সুযোগ নিয়ে আওয়ামী লীগ খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে সরিয়ে সেই মারিফতি যোগাযোগ নষ্ট করতে চাইতেছে। রাজনীতির চাল হিসাবে এইটাও খারাপ না। কিন্তু এর মধ্য দিয়া আওয়ামী লীগ বিএনপির জায়গায় নিজেকে প্রতিস্থাপন করতে চাইতেছে, যে জিনিশটা খুবই খারাপ।
খালেদা জিয়া ক্যান্টনমেন্টে থাকতে পারবেন না কেন?
কারণ ওইখানে থাইকা উনি পলিটিক্স করেন। বেশ। ওনার ওইখানে থাকা অবৈধ। দুইটা বাড়ি নেয়া অবৈধ।
তাইলে ওইখানে বৈধভাবে থাইকা যারা রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তাদের ব্যাপারে সরকার কী বলেন?
ওইখানে না থাইকা যারা ওইখানকার চাওয়া পাওয়া রাজনীতিতে বাস্তবায়ন করেন তাদের ব্যাপারে শেখ হাসিনা কী বলেন?
দেশ সুরক্ষার জন্য যারা শপথ নিয়া অস্ত্র ধারণ করেন তারা রাজনৈতিক অভিলাষ প্রদর্শন করলে সেইটারে যে অন্যেরা উৎসাহ দেয় সেইটারে কী বলা যায়।
আমাদের সমাজে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব-প্রতিপত্তি তার উৎস কোথায়? সবাইরে তো এরশাদ বাড়ি দিয়া প্রতিষ্ঠা করে নাই। ধরলাম, সেনানিবাসে একা খালেদাই রিয়েল বাড়ি দখল কইরা আছেন কিন্তু যারা ভার্চুয়াল বাড়ি কইরা আছে? কবি এইখানেই নীরব।
কথা হলো আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক উদ্দেশ্য থিকা খালেদা জিয়াকে উৎখাত করতে চাইতেছে না। ফলে, ছাগমাতার তৃতীয় সন্তানের মতো যারা আওয়ামী লীগের সিদ্ধান্তকে গণতন্ত্রকে বেসামরিকায়নের পদক্ষেপ হিসাবে দেখতেছেন তারা ভুল দেখতেছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চোখ বুলাইলে বুঝা যায়, ভুল শীঘ্রই ভাঙিবে।

Rifat Hasan

A.N.M. Mominul Islam Mukut

Sharmee Hossain
University of Dhaka

Tarik Saifullah

Nayeemul Hossain Choudhury
East West University

Irteja S. Ali

Abdullah Mahbub Sumon

Raafiq Hariri

Omar Sharif Pallab
Birmingham City University

Tasneem Khalil
North South University

Niaz Morshed Chowdhury
TCD

Apurbo Shohag

Angelica Lima

liked this note.

16 comments:

Mahbub Morshed said...

Farhan Daud
dhaka city te 10-12 ghonta koira loadshedding,eidike chatro league dapaya beraitase campus gula,ordhek varsity bondho,jinisher daam abar bartase,ato shomossha raikha beti lagse khaledar bari nia. eigular ar shikkha hoibo na,akbare minus koira dile jaane bachtam.
April 15, 2009 at 10:06pm ·
Trivuz ত্রিভুজ
Trivuz ত্রিভুজ
একটা প্রাসঙ্গিক তথ্য যুক্ত করি- শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোয় আর্মির বিশাল ভূমিকা ছিলো...... কিছুদিন আগে এরশাদ সাহেব বলেছিলেন।
April 16, 2009 at 12:50am ·
Mourshed Uddin
Mourshed Uddin
fazlamir r shima nai...amago tothakothito boroboro rajnitibidgo. farhan vai ja koise akmot...ki korteche eraa tar chotto nomuna... See More….

1. HSC porikha shuru hoitase...std ta loadshading er jonno porashuna korte parchena...nishshondehe bola jai porikhkhar hall eo loadshading hoibo...r odik e dokkhin asiar brihottom shopping mall hoitase ektar por ekta (puratai air conditioned!!!!).
2. Borokortago (WB-IMF type er organization) poramorsho onujayi Public uni gulare 2020 shaler moddhe dhongsho korar nil noksha…
3. TIFA…transit …koyla khoni to achai…shob hochche desh bikri koraar Imperialistic plan !!!

Ato matro tatkhonikvabe mathai je koyta common issue ashlo ta bollam…khujle shoto shoto baar hoibo…basically BNP BAl JAMAET JAPA…arokomshobgular rajnaitik chorittre kono tofaat nai…
jara ek khana bari niya shokol Mohol e erokom ghoraar moto procharona korbaar lagse… shai ershader amol thekka jara ek khana barir shomoshsha shomadhan korte parenai..tara ki govt hishabe bertho noi??? … eder KUTTAMIR chorittro apner ekta kotha diya bujha jai...shekh hasinake ovinondon janaite hoi je, tini shothik shomoy shothikvabe khaleda ziar nibash KAIRA NEYAR shidhdhanto nite parsen” ai ‘KAIRA NEYA’ shobdotai enough ader rajnitir name KUTTAMI bujhar jonno…r upore ullekhito issu gula niya jatiyo shartho birodhi nongra rajniti ullekhito shobgula dol e borabor e kore jachche…goto 2 jug er o beshi shomoyer rajnaitik etihash tai bole & aki rajniti obbaheto ache…eder dara amra r kono shopno dekhte parina…
April 16, 2009 at 2:36am ·
Mourshed Uddin
Mourshed Uddin
valo issue remind koraisen...thnk u...vabchi amr ai lekha tukui ektu modify kore ami note hishebe post korbo...
April 16, 2009 at 3:32am ·

Mahbub Morshed said...

Purba Rahman
Mr. M. Morshed, have you been Blind? Did you tried to read others , what they are saying or you are only focusing what is coming out as your news paper editorial?

Please read the following article by Sunita Paul.

Is there any government in Bangladesh?... See More
Sunita Paul
April 11, 2009
Cross section of people in Bangladesh may raise a straight question to each-other. Is there any government in Bangladesh? With my knowledge and what I gather from the media, it is evident that, there is surely a government in Bangladesh, working hard for its survival. I am citing only a few examples, which will possibly give a convincible response to the questions of many:

1. Ruling ´Grand Alliance´ government in Dhaka led by Bangladesh Awami League recently decided in a Cabinet Meeting to cancel the lease of residence of the leader of the opposition, Mrs. Khaleda Zia, inside Dhaka garrison area. This decision was taken just in less than 20 hours from Prime Minister Sheikh Hasina Wajed´s call to the leader
April 16, 2009 at 3:36am ·

Mahbub Morshed said...

Purba Rahman
1. Ruling ´Grand Alliance... See More´ government in Dhaka led by Bangladesh Awami League recently decided in a Cabinet Meeting to cancel the lease of residence of the leader of the opposition, Mrs. Khaleda Zia, inside Dhaka garrison area. This decision was taken just in less than 20 hours from Prime Minister Sheikh Hasina Wajed´s call to the leader of the opposition to vacate the house for constructing multi-storied apartments for the murdered army officers, who were killed during the Bangladesh Riffles (BDR) massacre during February 25-26.

2. Bangladesh Nationalist Party (BNP) has already started limited demonstrations and protests against this decision of the government. US State Department officials were quoted by News World from New York stating that, this decision of the government was ´unnecessary´ and was aimed at creating ´undue political issue´.
April 16, 2009 at 3:37am ·
Purba Rahman
Purba Rahman
3. Why the ruling government may create ´undue... See More´ or ´unnecessary´ political issue? Response is not very complex. It is well publicized by now that Sheikh Hasina Wajed´s new government is certainly feeling shaken at the ongoing investigation into the BDR Massacre issue. Especially they are concerned at the investigation conducted by army probe committee, which may submit report anytime within May.

4. Several Bangladeshi newspapers are continuing publishing news scoops quoting probe committees, giving some details on the conspiracy behind the barbaric massacre, which not only caused lives of army officers but dignity of a large number of female members of their families.
April 16, 2009 at 3:37am

Mahbub Morshed said...

Purba Rahman
5. Bangladesh Awami League... See More´s leader Torab Ali Akhand and his son Leather Liton (a notorious terrorist), BDR deputy assistant director (DAD) Towhid confessed to the interrogators giving details of the conspiracy. According to facts disclosed by them the matter of ´blueprint´ to stage the massacre and kill army officers were already within the knowledge of a number of influential members of the government. They are Sheikh Hasina Wajed´s cousin and influential leader of Bangladesh Awami League, Sheikh Fazlul Karim Selim; Sheikh Hasina Wajed´s nephew and Member of Parliament Sheikh Fazley Noor Taposh and Home Minister Advocate Sahara Khatun.

6. Criminal Investigation Department (CID) sources reported came to know that members of ´angry´ BDR men sat in a number of secret meetings at the residence of Sheikh Fazlul Karim Selim and Barrister Fazley Noor Taposh. Holding of such meetings began from October last year. Barrister Taposh assured the BDR men that once his party comes in power, the i
April 16, 2009 at 3:38am ·
Purba Rahman
Purba Rahman
7. There are allegations of involvement of Bangladesh Awami League... See More´s student wing leader Harunur Rashid aka Leather Liton and his brother-in-law Rezaul Karim Razu with the brutal massacre conspiracy as well as of helping the fleeing mutineers.

8. According to information, the kingpins of the massacre met Barrister Fazley Noor Taposh at his office of 17-18 December with their demands. During the meeting, BDR men decided to vote for ´Boat´ symbol and help Barrister Taposh in winning the election.

9. ¾ days after the election and declaration of landslide victory of Bangladesh Awami League, some leaders of BDR met Taposh at his electoral office at Sky Center at Dhaka´s Dhanmondi area. Subsequently, the kingpins of BDR massacre met Barrister Taposh´s uncle and influential leader of the ruling party, Sheikh Fazlul Karim Selim on February 13, 2009 at 9:00 pm at his residence at Banani residential area in Dhaka, with their demands. He (Sheikh Selim) told them that, the matter was not within
April 16, 2009 at 3:38am ·
Purba Rahman
Purba Rahman
10. Later, the BDR men met Home Minister Advocate Sahara Khatun and pressed forward their demands. They went to ´Imperial Rest House... See More´ and the residence of the Home Minister at least thrice to meet her. As they could not meet the Home Minister, a written copy of their demands were handed over to the personal secretary to the minister and subsequently, the kingpins were able to communicate with Advocate Sahara Khatun over cell phone on a number of times.

11. Later, the kingpins of the massacre prepared a leaflet (which was later distributed inside the BDR headquarters on February 24) and sent copies of it to Barrister Fazley Noor Taposh, Sheikh Fazlul Karim Selim, Home Minister Advocate Sahara Khatun and Prime Minister Sheikh Hasina Wajed.
April 16, 2009 at 3:38am ·
Purba Rahman
Purba Rahman
12. Subsequently, the kingpins decided to hold the director general of BDR and other senior officer hostage to press their demand. A number of leaders of Bangladesh Awami League gave them this suggestions with the hope that, once the officers are held hostage, the government will quickly accept their demands.

13. While, the issue of anger within ... See MoreBDR was already within the knowledge of some of the influential members of the ruling party, this message also reached the attention of anti-army elements like Mohiuddin Khan Alamgir, Jahangir Kabir Nanak, Mirza Azam etc. This angry section of leaders started efforts in turning the hostage plan to murder and rape conspiracy with the goal of ´giving a proper lesson´ to army for their ´anti politician offensives´ during the anti-corruption drive.
April 16, 2009 at 3:39am

Mahbub Morshed said...

Purba Rahman
15. There are similar instructions with Criminal Investigation Department to avert any involvement of Awami League leaders behind the conspiracy and bring out a ´eye-washing´ report to the nation. Officers are given promises of ´multiple benefits´ once they will be able to ´cool down´ the entire issue.
April 16, 2009 at 3:40am ·
Purba Rahman
Purba Rahman
16. Meanwhile, huge volume of counterfeit currency was recovered from a residential hotel named Imperial Guest House in Dhaka, which is owned by the brother of Home Minister Advocate Sahara Khatun. Members of Rapid Action Battalion (RAB) raided the hotel at around 5 pm (Bangladesh Time) on April 10, 2009. Sensing RAB... See More´s presence, nephew of the Home Minister, Polash entered into verbal altercations as well physical assault with the members of the elite force. This raid was conducted following statement from some counterfeit money dealers arrested earlier. Huge volume of counterfeit money as well as equipment of making such currency was seized from the hotel. Forgers were arrested along with the nephew of the Home Minister. But, later, due to ´influence´ from the high-ups, Polash was released.
April 16, 2009 at 3:40am ·
Purba Rahman
Purba Rahman
16. Meanwhile, huge volume of counterfeit currency was recovered from a residential hotel named Imperial Guest House in Dhaka, which is owned by the brother of Home Minister Advocate Sahara Khatun. Members of Rapid Action Battalion (RAB) raided the hotel at around 5 pm (Bangladesh Time) on April 10, 2009. Sensing RAB... See More´s presence, nephew of the Home Minister, Polash entered into verbal altercations as well physical assault with the members of the elite force. This raid was conducted following statement from some counterfeit money dealers arrested earlier. Huge volume of counterfeit money as well as equipment of making such currency was seized from the hotel. Forgers were arrested along with the nephew of the Home Minister. But, later, due to ´influence´ from the high-ups, Polash was released.
April 16, 2009 at 3:40am ·
Purba Rahman
Purba Rahman
18. A number of leaders of Bangladesh Awami League are trying to flee the country fearing disclosure of their involvement behind the bloody massacre. Mirza Azam is trying frantically to leave Bangladesh. Barrister Fazley Noor Taposh is already abroad! Mohiuddin Khan Alamgir is also looking into the opportunity to flee.

From the above points, it is... See More possibly clear that the present rulers in Dhaka are struggling hard for their survival. One of the key factors for the government of Sheikh Hasina Wajed is to make sure that the BDR Massacre investigation never sees light of the sun. This is the most crucial point for her government, and they will do anything in ensuring this.
Print Share Email
Your Name
Recipient's Name
Recipient's Email
Sunita Paul

Sunita Paul was born in 1952 in an affluent family in Kochin, India.

Born as a deaf and dumb, Sunita Paul decided to use pen in expressing herself. She was unwilling to surrender to the fate due to her being a deaf and dumb. This has inspired
April 16, 2009 at 3:40am

Mahbub Morshed said...

Shamim Ashrafi
ভালোই তো লেখসো। গনতান্ত্রিক না হইলেও খালেদা জিয়ার ঐজাগা ছাইড়া দেওয়া আওমিলীগের লাইগা ভালো পাবলিকের লাইগাও।
April 16, 2009 at 8:02am ·
Tarik Saifullah
Tarik Saifullah
boss joss lekha diseb. poira valo lagse.
April 16, 2009 at 11:56am ·
BDeshi Mahathir
BDeshi Mahathir
khali bari na,office o kere nibe amag chomok pordhan montiri

http://www.amardeshbd.com/dailynews/detail_news_index.php?NewsID=220012&NewsType=bistarito&SectionID=home&JVO=DIKZMLDR
April 16, 2009 at 2:02pm ·
Farhan Daud
Farhan Daud
Purba Rahman,ami nijere BAL birodhi vabi thik e,kintu shunita paul er article re jara reference hishabe use kore tader 1 no bekub and deshdrohi bolte amar kono apotti nai. dure giya moren,jodio democracy te kaure dure giya morte bolaro right nai,eitai mushkil.
April 16, 2009 at 2:51pm ·
Shams Shamim
Shams Shamim
a muhurte a o guruttopurno bishoyta digital sorkarer mathay kara dukalo? ata ki importent kichu?
April 16, 2009 at 6:32pm ·
Nury Afrin
Nury Afrin
পূর্বা রহমান@ আপনার কমেন্ট থেকে তথ্য পেলাম, এই ইংরেজি লেখাটার লেখিকা হলেন-
Sunita Paul was born in 1952 in an affluent family in Kochin, India.

Born as a deaf and dumb, Sunita Paul decided to use pen in expressing herself. She was unwilling to surrender to the fate due to her being a deaf and dumb. This has inspired... See More.
তিনি বোবা-কালা। কিন্তু লিখতেন তো বেশ ধ্বলা। এই বোবা কালা ভারতের হিন্দু মেয়ে বাংলাদেশের এ্ই রকম বিষয়টা বিষয়টা নিয়ে কত ধৈর্য ধরে এই লেখাটা লিখেছেন , ভেবে অবাক হলাম। তিনি এই এত তথ্য কোথায় পেলেন ভাই পূর্বা রহমান? যেন তিনি ভারতের নন, বাংলাদেশে লোক এবং শেখ সেলিম, তাপসদের ঘরে প্রায়ই তার যাতায়াত আছে। যেন সেনাদপ্তর, র্যাব, সিআইডি সহ বাংলাদেশের সর্বত্র তার নখ দর্পনে। যেন সব কিছু নিজের চোখে দেখেছেন। এই যেএকজন বো-কালা বিদেশী মেয়ে এত কিছু লিখল, তার লেখার সপক্ষে কিন্তু উৎস দেন নাই। বিষয়টা কি? তাহলে কি এই লেখার মধ্যে অন্য কোন বিষয় আছে?
April 16, 2009 at 9:59pm

Mahbub Morshed said...

Shamim Ashrafi
ভালোই তো লেখসো। গনতান্ত্রিক না হইলেও খালেদা জিয়ার ঐজাগা ছাইড়া দেওয়া আওমিলীগের লাইগা ভালো পাবলিকের লাইগাও।
April 16, 2009 at 8:02am ·
Tarik Saifullah
Tarik Saifullah
boss joss lekha diseb. poira valo lagse.
April 16, 2009 at 11:56am ·
BDeshi Mahathir
BDeshi Mahathir
khali bari na,office o kere nibe amag chomok pordhan montiri

http://www.amardeshbd.com/dailynews/detail_news_index.php?NewsID=220012&NewsType=bistarito&SectionID=home&JVO=DIKZMLDR
April 16, 2009 at 2:02pm ·
Farhan Daud
Farhan Daud
Purba Rahman,ami nijere BAL birodhi vabi thik e,kintu shunita paul er article re jara reference hishabe use kore tader 1 no bekub and deshdrohi bolte amar kono apotti nai. dure giya moren,jodio democracy te kaure dure giya morte bolaro right nai,eitai mushkil.
April 16, 2009 at 2:51pm ·
Shams Shamim
Shams Shamim
a muhurte a o guruttopurno bishoyta digital sorkarer mathay kara dukalo? ata ki importent kichu?
April 16, 2009 at 6:32pm ·
Nury Afrin
Nury Afrin
পূর্বা রহমান@ আপনার কমেন্ট থেকে তথ্য পেলাম, এই ইংরেজি লেখাটার লেখিকা হলেন-
Sunita Paul was born in 1952 in an affluent family in Kochin, India.

Born as a deaf and dumb, Sunita Paul decided to use pen in expressing herself. She was unwilling to surrender to the fate due to her being a deaf and dumb. This has inspired... See More.
তিনি বোবা-কালা। কিন্তু লিখতেন তো বেশ ধ্বলা। এই বোবা কালা ভারতের হিন্দু মেয়ে বাংলাদেশের এ্ই রকম বিষয়টা বিষয়টা নিয়ে কত ধৈর্য ধরে এই লেখাটা লিখেছেন , ভেবে অবাক হলাম। তিনি এই এত তথ্য কোথায় পেলেন ভাই পূর্বা রহমান? যেন তিনি ভারতের নন, বাংলাদেশে লোক এবং শেখ সেলিম, তাপসদের ঘরে প্রায়ই তার যাতায়াত আছে। যেন সেনাদপ্তর, র্যাব, সিআইডি সহ বাংলাদেশের সর্বত্র তার নখ দর্পনে। যেন সব কিছু নিজের চোখে দেখেছেন। এই যেএকজন বো-কালা বিদেশী মেয়ে এত কিছু লিখল, তার লেখার সপক্ষে কিন্তু উৎস দেন নাই। বিষয়টা কি? তাহলে কি এই লেখার মধ্যে অন্য কোন বিষয় আছে?
April 16, 2009 at 9:59pm

Mahbub Morshed said...

Nury Afrin
এই রকম লেখা নির্বাচনের আগে শফিক রেহমান আর ফরহাদ মজহার কিছু আমদানী করতেন। তারাই লিখতেন। বিভিন্ন এলাকার বিশেষ করে ভারতের কিছু ক্লেখকের নামে এগুলো পয়সা কড়ি দিয়ে প্রকাশ করতেন। তারপর সেইগুলো নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কলাম লিখতেন। সেই একই কায়দা। তবে এবারে একটু ভীন্ন। এবারে তারা আমদানী করছেন, একজন মেয়েকে। সে আবার ভারতীয়। হিন্দু। সুতরাং মোর বিশ্বাসযোগ্য এ... See Moreই লেখাটা। আবার মেয়েটা বোবা-কালা! পাঠকদের সহানুভূতিই পাবে। পাঠক বিশ্বাস না করে আর যাবে কোথায়, তাই না পূর্বা রহমান? ভাল, ভাল কায়দা। ধরে নিন আমিও বিশ্বাস করেছি এই গল্প। অসাধারণ গল্পটি। আশা করছি আপনার এই মেয়েটি অচীরেই আরব্য উপন্যাস লেখিকা হিসাবে বুকার পুরন্কার পাবে আপনারা একটু চেষ্টা করলেই।
April 16, 2009 at 10:09pm ·
Nury Afrin
Nury Afrin
কিন্তু আমি ভয় পাচ্ছি আপনাকে নিয়ে পূর্বা রহমান। আপনি তো আবার মুখোশধারী। কোনো মুখোশধারীকে মাহবুব মোর্শেদ, সুমন রহমানরা তাদের ফ্রেন্ডস তালিকায় রাখছে না, রাখবে বলে জেহাদ ঘোষণা করেছে। ভাই, আপনি গোলাপ ফুলের মুখোশ পরে তো এই ওোদের ফ্রেন্ডস তালিকায় দিব্যি বহাল তবিয়তে আছেন। আপনার অবস্থা পাখি বলে, কালো কালি দাস, ডোবার ব্যাঙের মতো হল না কেন? এইখানেও কি কোনো কি... See Moreন্তু আছে নাকি? নাকি সুমিতা আপনিই। আপনার লেখাটা সুমিতার নামে গেছে। আর এইটা নিয়ে সংগে সংগে মাহবুব মোর্শেদ সাহেব নোট দিয়ে ফেলেছেন যেমন করতেন ফরহাদ মজহার, শফিক রেহমান!
April 16, 2009 at 10:11pm ·
Nury Afrin
Nury Afrin
যাই হোক আপনার সৌভাগ্য আপনি আছেন ওদের সাথে। আমার আপত্তি নাই। কিন্তু আমার একটু ভাল লাগত যদি আপনি এই সুমতা পালের লেখার সাথে সাথে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ১৫ এপ্রিলে প্রকাশিত বাংলাদেশী বাংলাভাষী অমর একুশে গানের শ্রষ্টা এবং আপনার এলাকা বরিশালের লোক আব্দুল গাফফার চৌধুরীর লেখাটা জুড়ে দিতেন। তাহলে সেটা কি নিরপেক্ষ হত না? পাঠকরা বিচার বিশ্লেষণের সুযোগ পেত না .... See More.. Read Moreআসলে কোনটা ঠিক? উৎসহীন লেখার লেখিকা সুমিতা পাল, না আব্দুল গাফফার চৌধুরী?
যারা খালেদা জিয়ার বাড়ি নিয়ে আব্দুল গাফফার চৌধুরীর সেই লেখাটা পড়তে চান- তারা নিচের লিংকে ক্লিক করুন-
http://www.dailyjanakantha.com/chn.pdf
April 17, 2009 at 12:24am

Mahbub Morshed said...

Purba Rahman
আফরিন, আমাকে ক্যান সুমন বা মম বন্ধু তালিকায় রাখসে, তার উত্তঅর আমারে জিগাইয়া স্ময় ন্সট করসেন ক্যান? আপনার ত ইস্কুল খুলা, পড়ালেখা নাই? সেইটা করেন। জীবনে কাযে আসবে।
গাপ্পার ভাই কি বলেন তা দিয়া আমি কি করব? আমার বিষয় What is US State Dept. had to say or will do. Who cares what is Gaffer Chow.... or Janakhantha is writing !
For your info, do you know who... See More is Masud khan? The woner of Janakantha Group? Brother in Law of Cl. Faruk Khan, the hon' Commerce Minister of BAL.

আপ্অনের photo দেইখা অনুমান করি আপনের বয়স কুড়ি হয় নাই। এই বয়েসে আমি বাংলা পত্রিকা বলতে " robe-bar ঈদ শংখা চিন্তাম, ফরহাদ মাযহার,সফিক রেহমান, মতিউর রহমান, বদ্অরুদ্দিন উমর,... নাম ও কওন দিন সুনাই। আমি আপ্নের গ্যানের পরিশিমা দেইখা টাশকি খাইসি।
April 17, 2009 at 8:33am ·
Nury Afrin
Nury Afrin
আপনার জ্ঞানের পরিসীমা যদি কম মনে করেন, সেইটা আপনার সমস্যা। আমার নয়। আপনারে কেন সুমন এবং লোকজন কেন ফ্রেন্ডস তালিকায় রাখছেন সে প্রশ্ন তো আমি আপনেরে করি নাই। আমি আম অবাক হইছি এই প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গ কিভাবে নিজেরা নিজেদের ঘোষিত আদর্শ থেকে সইরা যাইতেছেন। নিজের প্রতিজ্ঞা নিজেরাই ভাঙতেছেন। দেখেন নাই সুমন সাহেব এইজন্য একটা প্রচার কেন্দ্র খুলছেন- Say ... See Moreno to...? আর নোটের লেখক তো একজনের নাই কাইট্যা দিলেন কেন তিনি তাকে ছাগলের তিন নম্বর বাচ্চা বললেন! আবার এই নোটেই দেখেন নিজেই লিখছেন-''ছাগমাতার তৃতীয় সন্তানের মতো যারা আওয়ামী লীগের সিদ্ধান্তকে গণতন্ত্রকে বেসামরিকায়নের পদক্ষেপ হিসাবে দেখতেছেন'' এখন কি দাড়াইল? কে তার নাম কাটবে? কোথায় থাকল তার নিজের গৃহীত সিদ্ধান্তের প্রতি সৎ থাকার সেই হুংকার?
April 17, 2009 at 10:26am ·
Nury Afrin
Nury Afrin
আর ফারুক খানের কথা বলছেন? হতে পারে তিনি জনকণ্ঠের মালিকের ভাই। প্রশ্ন হল, প্রগতিশীল কবি বেলাল চৌধুরীর ভাই কি প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিভু গিয়াস কামাল চৌধুরী নন? কী বলবেন একে পূর্বা রহমান। আমি তো শুনেছি আপনি ছাত্র ইউনিয়ন করতেন। বিবির পুকুর পাড় দিয়ে অনেকবার ছাত্র ইউনিয়নের সৎ রাজনীতির সপক্ষে মিছিল করেছেন। এখন সেসব কি ভুল গিয়া? সব উল্টা হো গিয়া? চকলেট গল গিয়া!
ধন্যবাদ আপনাকে।
April 17, 2009 at 10:32am ·
Nury Afrin
Nury Afrin
'এই বয়েসে আমি বাংলা পত্রিকা বলতে " robe-bar ঈদ শংখা চিন্তাম'- আপনার এই লাইনটা পইড়াই বুঝতে পারছি কেন আপনার আজকের এই পরিণতি! কেন এই হুক্ক হুয়া।
April 17, 2009 at 10:41am ·

Mahbub Morshed said...

Nury Afrin
আর ফারুক খানের কথা বলছেন? হতে পারে তিনি জনকণ্ঠের মালিকের ভাই। প্রশ্ন হল, প্রগতিশীল কবি বেলাল চৌধুরীর ভাই কি প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিভু গিয়াস কামাল চৌধুরী নন? কী বলবেন একে পূর্বা রহমান। আমি তো শুনেছি আপনি ছাত্র ইউনিয়ন করতেন। বিবির পুকুর পাড় দিয়ে অনেকবার ছাত্র ইউনিয়নের সৎ রাজনীতির সপক্ষে মিছিল করেছেন। এখন সেসব কি ভুল গিয়া? সব উল্টা হো গিয়া? চকলেট গল গিয়া!
ধন্যবাদ আপনাকে।
April 17, 2009 at 10:32am ·
Nury Afrin
Nury Afrin
'এই বয়েসে আমি বাংলা পত্রিকা বলতে " robe-bar ঈদ শংখা চিন্তাম'- আপনার এই লাইনটা পইড়াই বুঝতে পারছি কেন আপনার আজকের এই পরিণতি! কেন এই হুক্ক হুয়া।
April 17, 2009 at 10:41am ·
Purba Rahman
Purba Rahman
Young Lady you must be mistaken. I have never ever attended a rally in Barisal or in DU Campus cheering with Chatro Union. I was introduced to the CU in the family.
My elder brother, one of the founder leader of Dhaka University Student Union.He served as a VP of Salim Ullah Hall , before I was born.

Instead, wasting your time telling people ... See Morewhat they should do, ... why do not know do a favor to yourself?Go To SUNITA PAUL website, and learn about her before you make any further stupid comments. If you really live in the USA , you should be able to contact her. You must know the rules and law about the land. You have made enough
offensive comments about her in a public forum, which will be sufficient for a law suit. Be very care full.
April 17, 2009 at 10:57am ·
Nury Afrin
Nury Afrin
হাস ছিল সজারু/ হয়ে গেল হাঁসজারু। জানা গেল আরেকটি কাহিনী যে, আপনার পরিবার ছাত্র ইউনিয়নের ফাউন্ডারদের অন্যতম। পারিবারিক হিসাবে আপনি ছাত্র ইউনয়নে ছিলেন। ছেলেবেলায় হাবিজাবি পত্র-পত্রিকা পড়ে সেসব এখন আপনার মাথা থেকে আউট হয়ে গেছে। যেতেই পারে। কারণ দুনিয়াতো আর এক জায়গায় দাড়িয়ে নেই। এখন দুনিয়ার মজদুর পুরনো হইয়া গেছে। মহানের দেয়া নতুন তত্ব আইসা পড়ছে- এ ভবে ... See Moreসাব আল্টার্নরে তবে কে কেইখা রাখবে। সুতরাং সাব অল্টার্নদের দেখইখা রাখার জন্য নতুন কিছু করতে হবে। প্রযোজনে বউরে ধইরা মারতে হবে।
আপনি জনকণ্ঠ এবং আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে বলেছেন- Who cares what is Gaffer Chow.... or Janakhantha is writing ! এটা পড়ে আরও আনন্দ পাইলাম। জনকণ্ঠ মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে তার প্রতিষ্ঠার পর থেকেই। সেজন্য সাব অল্টার্নদের পিতমাতারা এটাকে কেন পছন্দ করবে! য
April 17, 2009 at 8:17pm

Mahbub Morshed said...

Nury Afrin
হাস ছিল সজারু/ হয়ে গেল হাঁসজারু। জানা গেল আরেকটি কাহিনী যে, আপনার পরিবার ছাত্র ইউনিয়নের ফাউন্ডারদের অন্যতম। পারিবারিক হিসাবে আপনি ছাত্র ইউনয়নে ছিলেন। ছেলেবেলায় হাবিজাবি পত্র-পত্রিকা পড়ে সেসব এখন আপনার মাথা থেকে আউট হয়ে গেছে। যেতেই পারে। কারণ দুনিয়াতো আর এক জায়গায় দাড়িয়ে নেই। এখন দুনিয়ার মজদুর পুরনো হইয়া গেছে। মহানের দেয়া নতুন তত্ব আইসা পড়ছে- এ ভবে ... See Moreসাব আল্টার্নরে তবে কে কেইখা রাখবে। সুতরাং সাব অল্টার্নদের দেখইখা রাখার জন্য নতুন কিছু করতে হবে। প্রযোজনে বউরে ধইরা মারতে হবে।
আপনি জনকণ্ঠ এবং আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে বলেছেন- Who cares what is Gaffer Chow.... or Janakhantha is writing ! এটা পড়ে আরও আনন্দ পাইলাম। জনকণ্ঠ মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে তার প্রতিষ্ঠার পর থেকেই। সেজন্য সাব অল্টার্নদের পিতমাতারা এটাকে কেন পছন্দ করবে! য
April 17, 2009 at 8:17pm ·
শরীফ খিয়াম আহমেদ ঈয়ন
শরীফ খিয়াম আহমেদ ঈয়ন
@nury & purba afamoni, shabbash...chalai jan...
April 17, 2009 at 8:23pm ·
Nury Afrin
Nury Afrin
দি বলতাম সংগ্রাম, নয়া দীগন্ত- তাহলে বোধ হয় ঠিক কেয়ার হত? আর আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে আপনে আপনের সেই ফাউন্ডার ব্রাদারকে জিগাইয়েন। তিনি বলতে পারবেন কেন তাকে কেযার করা দরকার আন্টি। শুধু একটা কবিতার কথা মনে পড়তাছে ছোট বেলা হাসিব স্যার বলতেন- স্বদেশের ঠাকুর ছেড়ে ধরি বিদেশের কুকুর...। ধরুন, আপত্তি নাই। গুড। ভেরী গুড।
একন সুনিতা পালের মতন একজন বোবা... See More-কালো হিন্দু ইন্ডিয়ার মাইয়ার কথাই একমাত্র সদা সত্য বলিয়া ধরিতে হইবে কেন? তিনি কি এঞ্জেল? তার লেখা কি লুক লিখিত সুসমাচার? যে লেখিকার লেখার তথ্য সূত্র নাই, যিনি প্রতিবন্ধী বলিয়া আপনি পরিচয় দিচ্ছেন, একমাত্র তার বেচে থাকার ইচ্ছাই হল লেখালেখি করা- তাহলে বাংলাদেশের ঘরের গোপন খবর কি তিনি গায়েবীভাবে পাইছেন? না, স্বপপনে দেখছেন?
April 17, 2009 at 8:24pm ·
Nury Afrin
Nury Afrin
এরকম অনেক ওয়েব সাইট ছাইট আছে হে আন্টি? আপনে তো নতুন এ লাইনে। প্রথম প্রথম এরকম সবারই হয়। পাগলা গারদে গেলে সবাই প্রথম প্রথম নিজেরে দেশের প্রেসিডেন্টই ভাব্যা লয়। দিন গেলে সব ঠিক হইয়া যায়। আপনারও যাবে।
আপনি তো ইংরেজি ভালই লেখেন। এই লেখাটি আপনি লিখেছেন আগেই সন্দেহ করছিলাম। এখন আপনি যখন বারবার বলছেন লেখাটির ওয়েব সাইটে যাওয়র জন্য তখনই আরও শক্তভাবে বিশ্বা... See Moreস হচ্ছে, লেখাটি আপনারই লেখা। শুধু শুধু মানুষকে ধোকা দেওয়ার জন্য মাঝখান থেইক্যা একজন হিন্দু ইন্ডিয়ান বোবা-কালা মাইয়ার নাম আমদানী করলেন। এমনিতেই সাবঅল্পার্নটা চাণ্স পাইলেই হিন্দুগো ওপর চড়াও হয়- এবার দেখি বিরুদ্ধ পার্টিরেও হিন্দগো বিরুদ্ধে চেতানোর চেষ্টা করতেছেন হিন্দু মাইয়ার নাম লইয়া।
April 17, 2009 at 8:29pm ·
Nury Afrin
Nury Afrin
কী বলিব, আপনি তো আবার মামাগো গো ছাড়া রেফরেন্ম পছন্দ করেন না। মামারা যে মোশাদদের মদদদাতা হেইডা কি এখন ভুইলা গেছেন? আপনার কথিত ফরহাদ মজহারতো আবার সেই মোশাদদের ষঢ়যন্ত্র দেখেন জঙ্গিদের মধ্যে। আর আমার ফটো দেইখা আমার বয়েস সম্পর্কে যা বললেন, শুনে বড়ো কৌতুক পাইলাম। আমি না হয় ১৮/১৯ বছর বয়সে পাকা ঝাল হইছি, আর আপনার ছবি দেইখা তো মনে হয় আপনি এখনো জন্মানই নাই- মায়ের পেটে আছেন, গোলাপ ফুলের গন্ধ শুকতাছেন। জন্ম হওয়ার আগেই যখন আপনার লেখালেখির/ কাজকামের এই অবস্থা, আপনার জন্ম হইলে কি হইবেন? কি করবেন আন্টি?
April 17, 2009 at 8:37pm ·
Nury Afrin
Nury Afrin
আপনারতো অনেক ক্ষমতা!আপনি ব্যবস্থা কইরা দ্যান। মামাগো দ্যাশ থেকে সুনিতা পালের লগে দেখা করার ছলে স্বপ্নের দেশে ঘুইরা আসি। কে বসে বসে আর পচে এই ঢাকা শহরে! আর আপ্নেও গুরুদের কাছ থেইকা এই ফাকে নিজের জন্যও একখান লইয়েন। এইটাই তো আসল উদ্দেশ্য। ছাতার ছাত্র ইউনিয়নরে মনে রাইখা আর হবে। প্রথম প্রথম যখন উঠছিল- তখন তো পিদ্দুম ধইরা অনেক দেখা হইছে। এখন তো পাইকা ঝুনা হইছে। আর দেখনের দরকার কি!! কী বলেন গোলাপী আন্টি?
April 17, 2009 at 8:44pm ·

Mahbub Morshed said...

Kkhhudiram Mon
মাহবুব মোরশেদ, আপনার লেখার শেষে এসে দেখি আপনি খালেদার ওই বাড়িতে বসবাসকে সমর্থন করেন, কিন্তু কেন করেন এটা আরও একটু পরিস্কার করা যাবে ?
April 17, 2009 at 10:50pm ·
Nury Afrin
Nury Afrin
আরেকটা কথা পূর্বা রহমান, ভালো মাছ পচলে দুগর্ন্ধ ছড়ায় বেশি! আপনের লেকা পইড়া সেইটা সত্যি বলে মনে হইল ।
April 17, 2009 at 11:32pm ·
Abul Hasan
Abul Hasan
এই যে খালেদা জিয়ার বাড়ি নিয়ে কেউ কেউ যে আহাজারী করছেন, তাতে মনে হয় বাংলাদেশে লক্ষ লক্ষ সত্যিকারের গৃহহীন মানুষ সাব আল্ঠার্ন নন, সত্যিকারের সাব আল্ঠার্ন হলেন খালেদা জিয়া। আসুন দেখি এই নব্য সাবআল্ঠার্নকে রাষ্ট্র কি দিয়েছে- এই সাবআল্টর্নকে যে দুটি বাড়ি দেওয়া হয়েছিল- তার তথ্য
সেনানিবাসের ৬ নম্বর শহীদ মইনুল রোডে অবস্থিত খালেদা জিয়ার নামে বরাদ্দকৃত বাড়ির... See More জমির পরিমাণ ২ দশমিক ৭২ একর। ওই এলাকায় প্রতি কাঠা জমির বর্তমান বাজারমূল্য কমপক্ষে ১ কোটি টাকা। সেইসাবে পুরো জমির দাম বর্তমানে প্রায় ১৮০ কোটি। আর বাড়িটির মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ছাড়া অভিজাত গুলশান এলাকার ১৯৬ নম্বর সড়কের ৩বি ব্লকে অবস্থিত এনইডি বাড়িটির আয়তন দেড় বিঘার কিছু বেশি। এই এলাকায় সাম্প্রতিক সময়ে প্রতি কাঠা জমির মূল্য প্রায় ২ কোটি টাকা।
April 18, 2009 at 9:36pm ·
Abul Hasan
Abul Hasan
সেই হিসাবে পুরো জমিটির মূল্য প্রায় ৬০ কোটি টাকা। আর বাড়িটির মূল্য কমপক্ষে ৫ কোটি টাকা। সর্বমোট ২৪৭ কোটি টাকার বাড়ি খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছিল কেন? তার স্বামীকে হত্যা করার কারণে এই বিধবা দুস্থ পরিবারকে সাহার্য করার জন্য। সরকার তার দুজন নাবালক সন্তানের যাবতীয় ভরণ পোষণের দায়িত্বও নিয়েছিল। হাসিনা বা রেহানাও তো একজন নিহত রাষ্ট্রপ্রধানের মে... See Moreয়ে। তার পিতা বঙ্গবন্ধুকে কেবল হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল তার স্ত্রী, ছেলে, ছেলেবউ, আত্মীয়-স্বজনসহ অনেককে। একই রাষ্টে একজন প্রাক্তন রাষ্টপতির স্ত্রী যদি ২৪৭ কোটি টাকার দুটি বাড়ি পেতে পারেন, তাহলে আরেকজন নিহত রাষ্টপতির মেয়েরা কেন সেই একই রাষ্ট্র থেকে কিছুই পাবেন? আর যখন এক মেয়ে রেহানাকে একটি বাড়ি দেওয়া হল- তখন হৈ চৈ করা হল বিস্তর।
April 18, 2009 at 9:37pm

Mahbub Morshed said...

Abul Hasan
এবং বিএনপি জোট সরকার এসে প্রথমেই সেই বাড়িরটির বরাদ্দ বাতিল করল। এক অংশ দেওয়া হল প্রাক্তন প্রধান বিচারপতি হাসানকে আরেক অংশকে করা হল পুলিশের। থানা। সেই থানা উদ্বাধন করলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই হাসান হলেন সেই হাসান যার বয়েস বাড়িয়ে তত্বাবধায়ক সরকারের প্রধান করার পরিকল্পনা কষেছিল বিএনপি-জামায়াত জোট। কী অপমানটা করা হয়েছিল বঙ্গবন্ধু কন্যা... See Moreদের সংগে। আর শেখ হাসিনার নিরাপত্তার জন্য যখন তার নামে গণভবন বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হল, তখন শুধু বিএনপি জামায়ত নয় অনেক প্রগতিপন্থীরাও সব নিল সব নিল বলে গলা ফাটালেন। হাসিনা কি বাড়িটি নিয়েছিলেন? নেননি। তার পৈত্রিক বাড়িটিকেও দান করে দিয়েছেন।
April 18, 2009 at 9:38pm ·
Abul Hasan
Abul Hasan
আমরা জানি, বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ রোজ রাতে ক্ষুধার জ্বালা নিয়ে ঘুমাতে যায়, যাদের গোটা জীবনটাই কাটে কিরবিচ্ছন্ন অনটনের মধ্যে আধপেটা খেয়ে তাদের ত্রানের জন্য কোন ব্যবস্থা নেই। তাদের জন্য চিৎকার নেই।এবং এনজিও মার্কা সাবআল্টার্নবাদিরা দেশের সত্যিকারের সাবআল্টার্ন বা প্রান্তজন বা গরীব গৃহহীনদের জন্য ভাবেন না। ভাবেন তাদের রাজনীতি টিকিয়া রাখবার জন্... See Moreয যাকে দরকার সেই গরীব দেশের ধনী প্রধানমন্ত্রীকে যিনি তার ছেলেদের সারা দেশটাকেই ইজারা দিয়েছিলেন, সারা দেশটাকেই যার পরিবার লুটেপুটে খেয়ে ছিবড়ে বানিয়ে দিয়েছেন , জঙ্গীদের মদদ দিয়েছেন, জামায়াতসহ একাত্তরের পরাজিত শক্তিকে মদদ দিয়ে চলেছেন যাতে তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে পারে,বানতে পারে বাংলাদেশকে একটি তালেবানী রাষ্ট্র,
April 18, 2009 at 9:39pm ·
Abul Hasan
Abul Hasan
সেই রাজার হস্ত করে সমস্তকেই সাবআল্টার্ন বানাতে কোন কসুর করেন না চেরাগের যাদুকর এই সাইজী এবং গং ।
অথচ এদেশের লক্ষ লক্ষ লোক গৃহহীন অবস্থান দিন এবং রাত কাটায়। তাদের জন্য কি এই সাবআল্টার্ন বাদিরা কিছু করছেন? না, না। স্বর্ণমুদ্রাভোগীদের দিকে চেয়ে আছে মুগ্ধ নয়নে। বলছে, ধায় যেন মোর সকল ভালবাসা প্রভু তোমার পানে, তোমার গানে…। বাংলাদেশের সংবিধানে স্পষ্ট কর... See Moreে বলাই আছে ২০(২) অনুচ্ছেদে – ‘রাষ্ট্র এমন ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করিবেন, যেখানে সাধারণ নীতি হিসাবে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না…।
April 18, 2009 at 9:45pm ·
Nury Afrin
Nury Afrin
কি ব্যপার কই গেলেন?
দেখতে পাইতেছি না কেন আপনাকে?
মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে মাছ খুজিতে গেলেন নাকি? ওখানে অনেক তাজা মাছ পাওয়া যায়। এবং উহা দুর্গন্ধমুক্ত। পচিবার আগে রান্না করতে হইবেক। রান্নার পয়ঃ-প্রণালী মনে আছে তো? না হলে সিদ্দিকা কবীরের সংগে অনতিবিলম্বে যোগাযোগ করুন।
সাধু সাধু্ আসিয়া পড়েন। আপনাকে মিস করিতেছি, মিস আন্টি। ।
আপনি আমারে স্টুপিড কইল... See Moreেন। সুমিতা পাল নামে এক বোবা-কালা হাবা ইন্ডিয়ান হিন্দু মেয়ের নামে একখান আরব্য রজনীর হাসজারু কাহিনী ফাদিলেন। আপনি আবার মুখোশধারী। যারা উল্পাপাল্টা বলে, এব্রাবিউসিব কখা বরে, অসত্য কথা বলে, ভীন্নমত প্রকাশ করে এবং মুখোশ ধরে মহান সুমন রহমান, রাত্য রাইসু, মাহবুব মোর্শেদ তাদের নাম ফ্রেন্ডস তালিকা থেকে বাদ দেন।
April 20, 2009 at 6:07am ·
Nury Afrin
Nury Afrin
এ ব্যপারে তাহারা একটি আদালত খুলিয়াছেন। ইতমিধ্যে তারিক টুকু, গালিব, পাখি বলে, কালো কালি দাস, ডোবার ব্যাঙ, জহির আহমদের নাম তারা বাদ দিয়াছেন। পূর্বা রহমান আপনি সুমন রহমানের জারিকৃত ফরমান অনুসারে অনেকগুলো অপরাধ করলেও আমি কি আপনার নামে সুমন রহমানের নিকট নালিশ করিযাছি? বলিয়াছি কি- পূর্বা রহমান একজন এ্যাবিউজার? করি নাই। অথচ আপনি আমার নাম কাটিয়া দিলেন।
আমা... See Moreর বান্ধবী তামান্না বলল, রুশো বলেছেন- আপনার কথা আমি সমর্থন করতে নাও পারি, কিন্তু আপনার কথা বলবার অধিকারকে সম্মান করি। আপনার এই কথা বলবার অধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমি প্রাণ দেবো। এটাইতো আধুনিকতা। ভীন্নমতকে তথ্য-প্রমাণ- যুক্তির মাধ্যমে খণ্ডন করাই সভ্যতা।
April 20, 2009 at 6:08am

Mahbub Morshed said...

Nury Afrin
এইটা না কইরা আপনি আমার নাম মহান সুমন রহমানের কিরিচ দিয়া কোপাইয়া কাটিয়া ফেলিলেন, আমাকে আপনার সংগে মতবিনিময়ের সুযোগ থেকে বঞ্চিত করিলেন- ইহা কি আধুনিকতা? সভ্যতা? সততা? এটা তো ফ্যাসিবাদীদের কাজকাম। আপনারতো একটা প্রগতিশীল পারিবারিক ইতিহাস আছে। আপনি তো ফুটপাতে ঘুরে বেড়ানো ফুটো পকেটের এলেবেলে নন- যাদের চেরাগের যাদুকর তার বিখ্যাত উভিনীগ এবং নানাবিধ এনঝিও(?... See More)র দাস বানান! মৌ-লোভি এবং জ্ঞানী প্রগতিশীল তালেবানের মুখপাত্র বানান!! যাক গিয়া। সবাই তো কেবল অভাবের জন্য অস্থানে যায় না, অনেকে অন্য কারণেও(?) যাইয়া পড়েন। ভাল। অতি ভাল। সবচে ভাল পাউরুটি আর ঝোলা গুড়!
নাম কাটিয়াছেন। কাটুন। কাটিতে থাকুন।
April 20, 2009 at 6:09am ·
Nury Afrin
Nury Afrin
নিজেদের মতো কইরা সাবআল্টার্ন বাক স্বাধীনতা কায়েম করুন। আপনাদের এই অধিকারকে আমি সম্মান জানাই। কেউ আপনার কথা কহিবার অধিকারকে গলা টিপিয়া ধরিলে আমাকে খবর দিয়েন। আমি রুশোর কথা গলায় ঝুলাইয়া আসিয় পড়িব।
এখন প্রশ্ন হল, পূর্বা রহমান, আপনিতো ইউএস ডিপার্টমেন্ট ছাড়া কথা কোনো আমলে নেন না। আপনি কি গত দুএকদিনের পত্র পত্রিকা দেখিছেন? পড়িছেন- ওই ডিপার্টমেন্টের লোকজ... See Moreন কি কহিতেছেন? বলিতেছেন- পিলখানার ঘটনার পিছনে আরও ঘটনা ছিল। যেদিন দরবার হলে এই নির্মম হত্রাকাণ্ডটি ঘটে তার আগের দিন দরবার হলে ডিনার পার্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ ছিল। তিনি সেদিন অন্য কোন ব্যস্ততার কারণে যেতে পারেন নাই। সেদিনই ঐ ডিনার পার্টিতে তাকে হত্যা করিবার একটা পরিকল্পনা ছিল।
April 20, 2009 at 6:37am ·
Nury Afrin
Nury Afrin
আল্লার অশেষ রহমতে শেখ হাসিনার অনুপস্থিতির কারণে সেই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় পরবর্তী দিনে তারা আরেকটি নতুন ষড়যন্ত্র পাকায়। তারা বিডিআরের মাধ্যমে সেনাবহিনীর অফিসারদের উপর চড়াও হইলেন। তাহাদের হত্যা করা হল। উদ্দেশ্য- সেনাবহিনীকে বিডিআরের বিরুদ্ধে পাল্টা আক্রমণে টেনে আনা।দেশে একটি গৃহযুদ্ধ শুরু করা। এটা শুরু করা গেলে জঙ্গী বেরাদাররা, জামাতী বীর পুংগবেরা এ... See Moreবং চেরাগের যাদুকরের দাসেরা অস্ত্র হাতে নেমে পড়বে। বাংলাদেশকে আফগানস্তান বানিয়ে ছাড়বে। মুশকিল হইল শেখ হাসিনা সেই ষড়যন্ত্রের ফাদে পা দেন নাই। অসীম ধৈর্য ও বুদ্ধিমত্তার সংগে সে ভয়ংকর ষড়যন্ত্রকে নস্যাৎ করিয়া দিয়াছেন।
আপনি তো অনেক খোজ খবর রাখেন- এই পিলখানা ট্রাজেডি নিয়া দেশে বিদেশে অনেক সংবাদ প্রকাশ পাচ্ছে। প্রকাশ পাচ্ছে বিডিআরের ফেক পোষাক তৈরি এবং সরবারের দায়িত্বে কে ছিলেন?
April 20, 2009 at 6:38am ·

Mahbub Morshed said...

Nury Afrin
Nury Afrin
এবং এই সময় খালেদা কালো গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে ২দিন কেন উধাও হয়ে গেলেন? তিনি তখন কোথায় ছিলেন? কি করিতেছিলেন? সুনিতা পাল কি এইসব জানেন?
তামান্না বলল, পূর্বা আন্টি, অপেক্ষা করুন। পিলখানা ট্রাজিডির সত্যি ঘটনাগুলো প্রকাশ হবে। এর পিছনের আসল ষড়যন্ত্র বের হবে। পি মুন্সী, চেরাগের যাদুকর এবং তাহার দাসদের আরব্য রজনীর কাল্পনিক কাহিনী প্রচার করে ক... See Moreোন লাভ হবে না। কোনো ভাড়াটে গোয়েবলস আসল সত্যিকে ঢেকে রাখতে পারবে না। ষড়যন্ত্র এখনও শেষ হয়ে যায়নি। গতকালের বাংলাদেশে সকল দৈনিক পত্রিকায় খবর বেরিয়েছে, শেখ হাসিনা এখনও জংগীদের হিটলিস্টে আসেন। এবং তাকে আন্তর্জাতিক বিভিন্ন র্সত্র থেকে তাকে সতর্ক করা হয়েছে।
April 20, 2009 at 6:40am ·
Mourshed Uddin
Mourshed Uddin
@purba rahman
blind!! Valo koisen... See More…
bangladesher 15 koti manusher modhdhe ekhono oshikhkhito r murkhor ovab nai…r pilkhanar ghotonai je shorojontro ache eta oi oshikhkhito murkhorao tader votaari matha diya o andaz korte pare…to apne amare jodi oshikhkhito r murkho o dhoren tobe apner common sense e kaj kora uchit je amio aki dharona korte pari…r kara ai desher vai r kara shotru ta shomporke amar mone hoi ami shotorko achi…
Shunita pawl er reference disilen…Indian reporter hoiya tar r khaiya daiya kum nai chiro shotru Pakistan re raikhkha bangladesher piche lagbo…tao abar average Bangladeshi affairs hoileo ekta kotha asil…uni r shob raikha khali kebol ek BAL govt er piche lagse…very funny…
Shunita pawl tawl aishob spy der lekha porle mone hoi rajnitibid der bed roomer khobor o era rakhe…taa…koi thaken ai shunita pawl? India na America? voy lage India r Americaai boisha boisha kobe eder kaan (ear) shorir theke alada hoiya uira aibo apner amar sho sho bed roomer deyale!!! ai rokom shoto shoto shunita pawl America bivinno deshe spy giri korar laiga r montrona deyar laiga set koira rakhse…chirachorito Americar kuchorittro ekhon shara bishshe shobar kase porishkar hoiya jaitese je erai ghotona ghotar pechone thaika abr shetar dhosh onner upor chapai…karon airokon na korle to r judhddho badhan jaibona jekhane shekhane...r tana gele americar osro bebshato gollai jaibo…tokhon Americar economy ek pichlatai tal gacher matha thekka nich e poira jaibo…shesh ek doshok jabot jongi r shontrashbader uththan kemne hoitese uha porjalochona koren…valo kisu udghaton korte parben…oishob ajaira reference niya ghataghati koira matha hang koira rakha loss….r nijere proshno koren..chokh thaikka o keda andha!!
April 25, 2009 at 4:43am ·
Mourshed Uddin
Mourshed Uddin
@ Nury Afrin
abdul gaffer chowdhury... See More’r moto BAL’er prothom katarer chatukaarer (itor prani koile o suite kore) jonno upo-chatukaritar vumika rakhar jonno…onurupvabe apnakeo chutukari kaidai kada chuira…apner chatukari choritroke kada diya gosol korano jaito…kintu emonti ami korte parina…naile apner shathe tofat khuje pawya mushkil hoiya daraibo…kada khawya ba khawyano konotai mone hoi valo protishedhok na…taina? onnoke kada churleto nijer gayei lage ghurefire…e muhurte ekta shobder kotha mone porche…vule gesilam…mahbub morshed’r onno ekti note e ai shobdoti chokhe porai abar mone pore gelo…jahok…shobdoti holo ‘attochodon’. Apner guru- amader grihopalito budhdhijibi, gaffer chachchur jonno upo-chatukarer vumika rakhte giya apni je attochodon e lipto hoye gesen…tate mone hoi gaffar chowdhury’r moto apnio attochodon e besh tripto!
April 25, 2009 at 4:58am

Unknown said...

হাস্যকর !
Tender business bangladesh dhaka bid
auction purchase sales bangla.